অসাধারণ কাজ হয়েছে! আমি শৈশব থেকে আজ অব্দি সুকুমার রায়ের ভক্ত। নিজেই ভাবছিলাম এমন একটি সাইট দাঁড় করাব। কিন্তু আপনার সাইট দেখার পর তার আর প্রয়োজন আছে বলে মনে করি না। বরং যদি কোনোভাবে আপনার এই উদ্যোগে অবদান রাখার সুযোগ পাই তবে কৃতার্থ হব। যেমন ধরুন, এখনো এই সাইটে দেয়া হয়নি এমন কোনো লেখা যদি টাইপ করার প্রয়োজন হয়, অথবা আপনি যদি একটি টপ লেভেল ডোমেইন-এ সাইটটি ট্রান্সফার করতে চান, অথবা যদি আমাকে এই সাইটের একটি মিরর তৈরি করার সুযোগ দেন তবে কৃতজ্ঞ থাকব।
আবারও ধন্যবাদ জানাই আপনাকে, এই দুঃসাধ্য কাজটি সাধন করার জন্য।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ! বিভিন্ন ছড়া, গল্প, নাটক ইত্যাদি লেখা দিয়ে ভর্তি সাইটের জন্য। কিন্তু আপনার সাইটটা ফ্রী ডোমেইন এবং হোস্টিং এ চলতেছে দেখে খারাপ লাগল! প্রিমিয়াম এ চললে অনেক ভালো হত। ফ্রী ডোমেইন এ থাকার কারণে, সাবাই সহজে গুগলে আপনার সাইট খুজে পাবে না। অন্যদিকে আপনার সাইটটি একটি মানসম্মত একটি সাইট, এবং ইউজাররাও এ রকম সাইট খুজে।
আপনি নিশ্চয়ই আপনার সাইট পাঠকের জন্য তৈরী করেছেন? তাই একদিকে যেমন আপনার কাঙ্খিত পাঠক হারাচ্ছেন, (এটা আপনার কাছে গুরুত্তপূর্ণ নাও হতে পারে) অন্যদিকে ইউজাররাও এ রকম সাইট খোজার পরও খুজে পাচ্ছে না।
ওয়েব-ডিজাইনিং এ আমার ছোট্ট অভিজ্ঞতা থেকে ভূল কিছু বললে ক্ষমাপ্রার্থী।
এই প্রচেষ্টা সত্যি সুন্দর । শিশু সাহিত্য মানে সুধু শিশুদের জন্যই । অনেক দিন পর পড়তে বসে আমরাও ফিরে যাই আমাদের ছোট বেলায় তাই হরফ গুলো একটু বড় হলে ভাল হয় ।
কপিরাইট নোটিশটি সাইট টেম্পলেট-এর অংশ ছিল । এই সাইট-এর সব কিছুই আমাকে একা করতে হয়েছে (ডিজাইন + টাইপিং)। এটি এতই ছোট ফন্ট-এ লেখা যে আমার চোখ এড়িয়ে গেছে। ব্যস্ত থাকতে হয়েছে লেখাগুলো টাইপ করার কাজে। তবে ভুলটি ধরিয়ে দেবার জন্য ধন্যবাদ।
উৎসর্গ রায়
অসাধারণ কাজ হয়েছে! আমি শৈশব থেকে আজ অব্দি সুকুমার রায়ের ভক্ত। নিজেই ভাবছিলাম এমন একটি সাইট দাঁড় করাব। কিন্তু আপনার সাইট দেখার পর তার আর প্রয়োজন আছে বলে মনে করি না। বরং যদি কোনোভাবে আপনার এই উদ্যোগে অবদান রাখার সুযোগ পাই তবে কৃতার্থ হব। যেমন ধরুন, এখনো এই সাইটে দেয়া হয়নি এমন কোনো লেখা যদি টাইপ করার প্রয়োজন হয়, অথবা আপনি যদি একটি টপ লেভেল ডোমেইন-এ সাইটটি ট্রান্সফার করতে চান, অথবা যদি আমাকে এই সাইটের একটি মিরর তৈরি করার সুযোগ দেন তবে কৃতজ্ঞ থাকব।
আবারও ধন্যবাদ জানাই আপনাকে, এই দুঃসাধ্য কাজটি সাধন করার জন্য।
#38 – 16 August, 2014 at 6:15 pm
মাহমুদ হাসান
@অরিন্দম ভট্টাচার্য
ভুলটি ধরিয়ে দেয়ার জন্য ধন্যবাদ , পুরো গল্পটি দেয়া হলো
#37 – 24 July, 2014 at 6:27 pm
অরিন্দম ভট্টাচার্য
"পেটুক" গল্পটা পুরোপুরি নেই
#36 – 22 July, 2014 at 11:20 am
এলিনা মজুমদার সুষমা
কাজল ভাই অসাধারণ ......অনেক ভালো লাগলো ...........
#35 – 29 April, 2014 at 5:45 am
চয়ন গুহ
"ঝালাপালা" আর "চলচিততচনচরি" চাই
#34 – 12 April, 2014 at 6:18 pm
চয়ন গুহ
"ঝালাপালা" আর "চলচিততচনচরি" চাই
#33 – 12 April, 2014 at 6:18 pm
মাহমুদ হাসান
@ অরিন্দম ভট্টাচার্য
হ-য-ব-র-ল গল্পের মধ্যে আছে
#32 – 4 April, 2014 at 1:11 pm
অরিন্দম ভট্টাচার্য
"নাটক " এর মধ্যে ঝালাপালা পেলাম না | অনুরোধ রইলো | আর সুকুমার রায়ের অনন্যকীর্তি "হ-য-ব-র-ল"!
#31 – 31 March, 2014 at 7:52 am
মাহমুদ হাসান
অসিলক্ষণ পণ্ডিত গল্পটি গল্পসূচীতে পাবেন (দ্বিতীয় গল্প)
#30 – 24 February, 2014 at 2:06 pm
সিদ্ধার্থ
আর ছবি গুলো? সেগুলো কথায়!
অসিলক্ষণ পণ্ডিত গল্প টা পেলাম না।
#29 – 20 February, 2014 at 2:08 pm
ত্সব ায়
ুব ভালো প্রচেষ্টা . াধুবাদ রইলো . রো ভালো কাজ আসা করছি.
#28 – 15 February, 2014 at 10:56 am
মাহমুদ হাসান
আসলে এখনো সব লেখা নেই এখানে
হলেই চিন্তা করব কোনো নিজস্ব ডোমেইন-এ হোস্ট করবার
#27 – 26 December, 2013 at 4:38 pm
আজাদ
আপনাকে অনেক অনেক ধন্যবাদ! বিভিন্ন ছড়া, গল্প, নাটক ইত্যাদি লেখা দিয়ে ভর্তি সাইটের জন্য। কিন্তু আপনার সাইটটা ফ্রী ডোমেইন এবং হোস্টিং এ চলতেছে দেখে খারাপ লাগল! প্রিমিয়াম এ চললে অনেক ভালো হত। ফ্রী ডোমেইন এ থাকার কারণে, সাবাই সহজে গুগলে আপনার সাইট খুজে পাবে না। অন্যদিকে আপনার সাইটটি একটি মানসম্মত একটি সাইট, এবং ইউজাররাও এ রকম সাইট খুজে।
আপনি নিশ্চয়ই আপনার সাইট পাঠকের জন্য তৈরী করেছেন? তাই একদিকে যেমন আপনার কাঙ্খিত পাঠক হারাচ্ছেন, (এটা আপনার কাছে গুরুত্তপূর্ণ নাও হতে পারে) অন্যদিকে ইউজাররাও এ রকম সাইট খোজার পরও খুজে পাচ্ছে না।
ওয়েব-ডিজাইনিং এ আমার ছোট্ট অভিজ্ঞতা থেকে ভূল কিছু বললে ক্ষমাপ্রার্থী।
আবারো ধন্যবাদ!
#26 – 23 December, 2013 at 8:38 pm
মাহমুদ হাসান
@ Avijit Bhattacherjee
প্রতিটি লেখার উপরে একটি Toolbar দেখতে পাবেন - এর প্রথমটি Font বড় করার জন্য
#25 – 22 July, 2013 at 3:37 pm
Avijit Bhattacherjee
এই প্রচেষ্টা সত্যি সুন্দর । শিশু সাহিত্য মানে সুধু শিশুদের জন্যই । অনেক দিন পর পড়তে বসে আমরাও ফিরে যাই আমাদের ছোট বেলায় তাই হরফ গুলো একটু বড় হলে ভাল হয় ।
#24 – 20 July, 2013 at 12:07 pm
পঞ্চানন দাস
অসংখ্য ধন্যবাদ এই পেজটার জন্য .
#23 – 4 July, 2013 at 4:41 pm
সুকদেব বিশ্বাস
ভালো বাসা
#22 – 2 July, 2013 at 7:28 am
মাহমুদ হাসান
@mayeesha
কপিরাইট নোটিশটি সাইট টেম্পলেট-এর অংশ ছিল । এই সাইট-এর সব কিছুই আমাকে একা করতে হয়েছে (ডিজাইন + টাইপিং)। এটি এতই ছোট ফন্ট-এ লেখা যে আমার চোখ এড়িয়ে গেছে। ব্যস্ত থাকতে হয়েছে লেখাগুলো টাইপ করার কাজে। তবে ভুলটি ধরিয়ে দেবার জন্য ধন্যবাদ।
#21 – 18 June, 2013 at 1:05 pm
mayeesha
আমি জানতে চাইসিলাম সুকুরার রায় এর গল্পের কপিরাইট তা আপনি কোথা থেকে পেয়েসেন?? জানলে আমার অনেক উপকার হত.
#20 – 18 June, 2013 at 11:47 am
Subrata Nayek
খুব ভালো প্রয়াস
#19 – 17 June, 2013 at 12:06 pm