কিম্ভুত
বিদ্ঘুটে জানোয়ার কিমাকার কিম্ভুত,
| ![]() কেঁদে কেঁদে শেষটায়- আষাঢ়ের বাইশে হ'ল বিনা চেষ্টায় চেয়েছে যা তাই সে । ভুলে গিয়ে কাঁদাকাটি আহ্লাদে আবেশে চুপি চুপি একলাটি ব'সে ব'সে ভাবে সে- লাফ দিয়ে হুঁশ করে হাতি কভু নাচে কি ? কলাগাছ খেলে পরে ক্যাঙারুটা বাঁচে কি ? ভোঁতামুখ কুহুডাক শুনে লোকে কবে কি ? এই দেহে শুঁড়ো নাক খাপছাড়া হবে কি ? বুড়ো হাতি উড়ে" ব'লে কেউ যদি গালি দেয় ? কান টেনে ল্যাজ ম'লে "দুয়ো" ব'লে তালি দেয় ? কেউ যদি তেড়েমেড়ে বলে তার সামনেই- "কোথাকার তুই কেরে, নাম নেই ধাম নেই ?" জবাব কি দেবে ছাই, আছে কিছু বলবার ? কাঁচুমাচু ব'সে তাই, মনে শুধু তোল্পাড়- "নই ঘোড়া, নই হাতি, নই সাপ বিচ্ছু মৌমাছি প্রজাপতি নই আমি কিচ্ছু । মাছ ব্যাং গাছপাতা জলমাটি ঢেউ নই, নই জুতা নই ছাতা, আমি তবে কেউ নই !" |