দিনের হিসাব

ভোর না হতেপাখিরা জোটেগানের চোটেঘুমটি ছোটে—
চোখ্‌টি খোলো,গাত্র তোলো,—আরে মোলোসকাল হলো।
হায় কি দশাপড়্‌তে বসা,অঙ্ক কষা,কলম ঘষা,—
দশটা হলেহট্টগোলেদৌড়ে চলেবই বগলে!
স্কুলের পড়াবিষম তাড়া,কানটি নাড়াবেঞ্চে দাঁড়া,
মরে কি বাঁচে!সমুখ পাছেবেত্র নাচেনাকের কাছে।।
খেল্‌তে যে চায়খেল্‌বে কি ছাইবৈকেলে হায়সময় কি পায়?
খেলাটি ক্রমেযেম্নি জমেদখিনে বামেসন্ধ্যা নামে;
ভাঙল মেলাসাধের খেলা—আবার ঠেলাসন্ধ্যাবেলা—
মুখ্‌টি হাঁড়িতাড়াতাড়িদিচ্ছে পাড়িযে যার বাড়ি।
ঘুমের ঝোঁকেঝাপ্‌সা চোখেক্ষীণ আলোকেঅঙ্ক টোকে;
ছুটি পাবারসুযোগ আবারআয় রবিবারহপ্তা কাবার!
এই লেখাটি বার পড়া হয়েছে