হিতে-বিপরীত

ওরে ছাগল, বল্‌ত আগে
সুড়সুড়িটা কেমন লাগে ?
কই গেল তোর জারিজুরি
লম্ফঝম্ফ বাহাদুরি ।
নিত্যি যে তুই আসতি তেড়ে
শিং নেড়ে আর দাড়ি নেড়ে,
ওরে ছাগল করবি রে কি ?
গুঁতোবি তো আয়না দেখি ।  
হাঁ হাঁ হাঁ, এ কেমন কথা ?
এমন ধারা অভদ্রতা !
শান্ত যারা ইতরপ্রাণী,
তাদের পরে চোখরাঙানি !
ঠাণ্ডা মেজাজ কয় না কিছু,
লাগতে গেছ তারই পিছু ?
শিক্ষা তোদের এম্নিতর
ছি-ছি-ছি ! লজ্জা বড় ।
ছাগল ভাবে সামনে একি !
একটুখানি গুঁতিয়ে দেখি ।
গুঁতোর চোটে ধড়াধ্বড়
হুড়মুড়িয়ে ধুলোয় পড় ।
তবে রে পাজি লক্ষ্মীছাড়া
আমার 'পরেই বিদ্যেঝাড়া,
পাত্রাপাত্র নাই কিরে হুঁশ্‌
দে দমাদম ধুপুস্‌ ধাপুস্‌ ।
এই লেখাটি বার পড়া হয়েছে