বুড়ীর বাড়ী

গালভরা হাসিমুখে চালভাজা মুড়ি,
ঝুরঝুরে প'ড়ো ঘরে থুরথুরে বুড়ী ।
কাঁথাভরা ঝুলকালি, মাথাভরা ধুলো,
মিট্‌‌মিটে ঘোলা চোখ, পিঠখানা কুলো ।
কাঁটা দিয়ে আঁটা ঘর - আঁঠা দিয়ে সেঁটে,
সুতো দিয়ে বেঁধে রাখে থুতু দিয়ে চেটে ।
ভর দিতে ভয় হয় ঘর বুঝি পড়ে,
খক্‌ খক্‌ কাশি দিলে ঠক্‌ ঠক্‌ নড়ে ।
ডাকে যদি ফিরিওলা হাঁকে যদি গাড়ি,
খসে পড়ে কড়িকাঠ ধসে পড়ে বাড়ী ।
বাঁকাচোরা ঘরদোর ফাঁকা ফাঁকা কত,
ঝাঁট, দিলে ঝ'রে পড়ে কাঠকুটো যত ।
ছাদগুলো ঝুলে পড়ে বাদ্‌লায় ভিজে,
একা বুড়ী কাঠি গুজে ঠেকা দেয় নিজে ।
মেরামত দিনরাত কেরামত ভারি,
থুরথুরে বুড়ী তার ঝুরঝুরে বাড়ী ।
এই লেখাটি বার পড়া হয়েছে