![]() |
হাঁস ছিল, সজারু, (ব্যাকরণ মানি না) হয়ে গেল "হাঁসজারু" কেমনে তা জানি না। বক কহে কচ্ছপে - "বাহবা কি ফুর্তি ! অতি খাসা আমাদের বকচ্ছপ মূর্তি ।" টিয়ামুখো গিরগিটি মনে ভারি শঙ্কা- পোকা ছেড়ে শেষে কিগো খাবে কাঁচা লঙ্কা ? ছাগলের পেটে ছিল না জানি কি ফন্দি, চাপিল বিছার ঘাড়ে, ধড়ে মুড়ো সন্ধি ! জিরাফের সাধ নাই মাঠে ঘাটে ঘুরিতে, ফড়িঙের ঢং ধরি' সেও চায় উড়িতে। গরু বলে "আমারেও ধরিল কি ও রোগে? মোর পিছে লাগে কেন হতভাগা মোরগে?" ![]() হাতিমির দশা দেখ, - তিমি ভাবে জলে যাই, হাতি বলে, "এই বেলা জঙ্গলে চল ভাই।" সিংহের শিং নেই, এই তার কষ্ট- হরিণের সাথে মিলে শিং হল পষ্ট। |
![]() |